Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আনসার ও ভিডিপি কার্যালয়,মাদারীপুর।
বিস্তারিত

 আনসার ক্যাম্প থানতলী, মাদারীপুর নামে পরিচিত।

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

 ক) বিভিন্ন ধরনের মৌলিক,পেশা ভিত্তিক ও কারিগরি প্রশিক্ষন গ্রহন।

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টারঃ

জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাদারীপুরের সিটিজেন চার্টার নিম্নে  উল্লেখ করা হলো।

১।       মৌলিক প্রশিক্ষন

(ক) সাধারন আনসার মৌলিক প্রশিক্ষণ(পুরুষ): মাদারীপুর জেলা হতে ২০১২-২০১৩ অর্থ বৎসরে ৭০ জন সদস্যকে সরকারী ব্যয়ে আনসার প্রশিক্ষন প্রদান করা হয়েছে। প্রশিক্ষন শেষে চাকুরী (অস্থায়ী ) পাওয়ার সুযোগ আছে।

(খ) ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা):  মাদারীপুর জেলা হতে ২০১২-২০১৩ অর্থ বৎসরে ০২ টি ধাপে (৪০+৪০) = ৮০ জন ভিডিপি সদস্য ও সদস্যাকে সরকারী ব্যয়ে ভিডিপি প্রশিক্ষন প্রদান করা হয়েছে। প্রশিক্ষন শেষে ঐ সকল প্রশিক্ষনার্থী জাতীয় নির্বাচন ও দূর্গাপূজা মন্ডপে আইন শৃংখলা রক্ষায় অংগীভূত হয়ে দায়িত্ব পালন করবে।

 ২।      পেশা ভিত্তিক প্রশিক্ষণঃ

(ক) কম্পিউটার প্রশিক্ষন(পুরুষ ও মহিলা): ২০১২-২০১৩ অর্থ বৎসরে ভিডিপি সদস্য ও সদস্যাদের পেশা ভিত্তিক জ্ঞান বৃদ্ধি ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি করার লক্ষ্যে ০৪টি ধাপে ৮০ জনকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

(খ) গার্মেন্টস ও সোয়েটার প্রশিক্ষন ২০১২-২০১৩ অর্থ বৎসরে ভিডিপি সদস্য ও সদস্যাদেরকে গার্মেন্টস কোম্পানীতে চাকুরীর নিশ্চয়তাসহ অত্র জেলা হতে ২০ জনকে প্রশিক্ষনে প্রেরণ করা হয়েছে।

 (গ) অন্যান্য প্রশিক্ষন : উল্লেখিত প্রশিক্ষন ছাড়া অত্র জেলা হতে ২০১২-২০১৩ অর্থ বৎসরে

 * মোবাইল মেরামত প্রশিক্ষন

*  রেফ্রিজারেশন ও এসি প্রশিক্ষন

* অটোমোবাইল মেকানিক্স

* রড বাইন্ডিং , বিল্ডিং পেইন্টিং , রাজ মিস্ত্রি, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ও মোটর ড্রাইভিং প্রশিক্ষনসহ আরও অনেক গুরুত্ত্বপূর্ন প্রশিক্ষনের মাধ্যমে অত্র বাহিনীর সদস্যদের স্বাবলম্বি হতে সহায়তা প্রদান করা হয়।

৩। সমাবেশঃ অত্র জেলায় ২০১২-২০১৩ অর্থ বৎসরে ০৪টি উপজেলার ০৪টি ইউনিয়নে প্রতি ইউনিয়নে ১০০ জন করে মোট ৪০০ জন সদস্য-সদস্যাদের নিয়ে একদিনের সমাবেশ সমাপ্ত হয়েছে। উক্ত সমাবেশে সংশ্লিষ্ট উপজেলার সদস্য-সদস্যাদের সার্বিক কার্যক্রমের বিষয় আলোচনা করা হয়।

৪। আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকঃ অত্র জেলায় আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ০২টি শাখা রয়েছে। উক্ত শাখা হতে প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য-সদস্যাগন লোন গ্রহন পূর্বক প্রকল্প গ্রহন করে স্বাবলম্বি হচ্ছে।   

৫। আনসার অংগীভূত করণ :  অত্র জেলায় বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থায় আইন শৃংখলা রক্ষার্থে ১০৭ জন সাধারন আনসার সদস্যকে অংগীভূত করা হয়েছে।

উল্লেখিত কার্যক্রম ছাড়াও সরকার কর্তৃক নির্ধারিত যে কোন জাতীয় কার্যক্রমে প্রশিক্ষন প্রাপ্ত সদস্য-সদস্যাগন অংশগ্রহন করে থাক

                                                                                                       (মোহাঃ ইয়াছিন আরাফাত)

                                                                                                                জেলা কমান্ড্যান্ট

                   আনসার ও ভিডিপি,মাদারীপুর।

label.column.field_projects

নাই

যোগাযোগ

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, থানতলী, মাদারীপুর্। টেলিফোন -০৬৬১৬১৫১২, ফ্যাক্স - ০৬৬১৬১৫১২ ।